ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা এরদোগানের  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৮:৪৯, ৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। ভেনিজুয়েলা সফরের সময় সোমবার দেশটির রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বৈঠক কালে তিনি এ সমালোচনা করেন।

এ সময় তিনি কারাকাসের সঙ্গে আংকারার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার করারও অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম-নীতি ভঙ্গ করে এমন কোনো আমরা পদক্ষেপকে মেনে নিতে পারি না।’

এরদোগান বলেন, পুরো জাতিকে শাস্তি দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান করা যায় না। এসময় মাদুরোকে বন্ধু আখ্যা দিয়ে এরদোগান বলেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট কয়েকটি দেশের পক্ষ থেকে হামলা মোকাবেলা করছেন। তবে এ ধরনের হুমকির মুখেও আংকারা ভেনিজেুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার জন্য কাজ করবে। এজন্য সব রকমের চেষ্টা চলছে বলে জানান তিনি।

তথ্যসূত্র: পার্সটুডে 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি